documents required for deed registration দলিল হস্তান্তর

একটি হস্তান্তর দলিল তৈরি করার জন্য যে সকল তথ্য প্রয়োজন। Documents Required For Deed Registration

19 / 100
একটি হস্তান্তর দলিল তৈরি করার জন্য যে সকল তথ্য প্রয়োজন। Documents Required For Deed Registration। সাব রেজিস্ট্রি অফিসে যে কেন প্রকার দলিল রেজিস্ট্রশন করতে গেলে কমনভাবে নিচের ডকুমেন্টস গুলো প্রয়োজন হয়।

১।  বিক্রেতার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ধর্ম, পেশা, জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ নম্বর ও ঠিকানা।

২।  ক্রেতার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ধর্ম, পেশা, জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ নম্বর ও ঠিকানা।

৩।  হস্তান্তরাধীন সম্পত্তির নূন্যপক্ষে ২৫ বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ।

৪।  হস্তান্তরাধীন সম্পত্তির বিস্তারিত তফসিল (মৌজা, খতিয়ান, দাগ নম্বর, শ্রেনি, দাগে জমির পরিমাণ, প্রাপ্য জমির পরিমাণ, হস্তান্তরিত জমির পরিমাণ ও মূল্য)।

৫।  হস্তান্তরাধীন সম্পত্তির চৌহদ্দি বিবরণ ও হাত নকশার ছবি।

৬।  কমপক্ষে ২ জন স্বাক্ষী ও ১ জন সনাক্তকারীর নাম, পিতার নাম, মাতার নাম ও ঠিকানা।

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *