বহালকরণপত্র (Confirmation Deed) দলিল কি? এবং বহালকরণপত্র দলিল এর রেজিস্ট্রেশন ফিস সর্ম্পকে জানতে নিচের লেখাটি পড়ুন।
রেজিস্ট্রিকৃত কোন দলিলে স্বত্ব বা মালিকানার আইনগত কোন ত্রুটি থাকলে, উক্ত ক্রটি নিরসনকল্পে পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষ বা তার উত্তরাধিকারী কর্তৃক দলিল সম্পাদনের মাধ্যমে পূর্বোক্ত রেজিস্ট্রিকৃত দলিলকে স্বীকৃতি প্রদান করা হলে, সেরূপ দলিলকে দলিল বহালকরণপত্র বা কনফার্মমেশন। দলিল বলে। এক্ষেত্রে রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে প্রথমোক্ত দলিলটির স্বীকৃতি প্রদান করা হয়। দলিল-সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানার প্রমাণস্বরূপ দ্বিতীয় দলিলটি অর্থাৎ বহালকরণপত্র গ্রহণযোগ্য। যেমন- নাবালকের কার্যত: অভিভাবক কর্তৃক দলিল সম্পাদিত হলে পরবর্তী পর্যায়ে উক্ত নাবালক সাবালক হয়ে সংশ্লিষ্ট সম্পত্তি নিষ্কণ্টক করার জন্য এরূপ দলিল সম্পাদন করতে পারে।
বহালকরণপত্র দলিল এর রেজিস্ট্রেশন ফিস:
১। রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা (ই ফি)।
২। স্ট্যাম্প শুল্কঃ ২০০ টাকা।
৩। স্থানীয় সরকার করঃ প্রযোজ্য নয়।
৪। উৎসে আয়কর (53H): প্রযোজ্য নয়।
৫। উৎসে আয়কর (53FF): প্রযোজ্য নয়।
৬। মূল্য সংযোজন কর (VAT): প্রযোজ্য নয়।
৭। ই ফিঃ ১০০ টাকা।
৮) এন ফিঃ
- (ক) বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা।
- (খ) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
৯) এনএন ফি (নকলনবিশগনের পারিশ্রমিক):
- (ক) বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
- (খ) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।
১০) হলফনামাঃ ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
১১) কোর্ট ফিঃ প্রযোজ্য নয়।
ফিস পরিশোধ পদ্ধতিঃ
দলিল রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় ফিসাদি স্থানীয় সোনালী ব্যাংক এর ট্রেজারি শাখায় জমা প্রদান করতে হবে।
১। রেজিস্ট্রেশন ফি + ই ফি + এন ফি একসাথে একটি পে-অর্ডারের মাধ্যমে কোড নং ১-২১৬১-০০০০-১৮২৬ তে জমা প্রদান করতে হবে।
২) স্ট্যাম্প শুল্ক (দলিলে ব্যবহৃত স্ট্যাম্প বাদে) পে-অর্ডারের মাধ্যমে কোড নং ১-১১০১-০০২০-১৩১১ তে জমা প্রদান করতে হবে। দলিলে সর্বোচ্চ ১২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা যাবে।
৩) এনএন ফি নগদে অফিসে জমা প্রদান করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য
১) The Stamp Act-1899, Rule-5. (Any instrument comprising or relating to several distinct matters shall be chargeable with the aggregate amount of the duties with which separate instruments, each comprising or relating to one of such matters, would be chargeable under this Act.)
Add a Comment